ইতিহাস

রাজশাহী আটকোষী উচ্চ বিদ্যালয় সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের মথারডাঙ্গায় অবস্থিত। অত্র এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তিবর্গেও একান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

বিদ্যালয়টি নিম্ন-মাধ্যমিক হিসাবে ০১/০১/১৯৯৪ইং সালে প্রথম স্বীকৃতি পায় এবং মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ০১/০১/১৯৯৭ইং সালে স্বীকৃতি প্রাপ্ত হয়ে অত্র এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

রাজশাহী আটকোষী উচ্চ বিদ্যালয় রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃক মঞ্জুরী প্রাপ্ত। এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত পাঠ দান করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা ৩২৯ জন। নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান ও মানবিক শাখা আছে। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ১১ জন, অফিস সহকারী ০১ জন, ৪র্থ শ্রেণীর কর্মচারী ০২ জন।

শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের ছক

শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঃ আটকোষী উচ্চ বিদ্যালয়

প্রতিষ্ঠাকাল ঃ ১০/০২/১৯৯৩ইং
সংক্ষিপ্ত বর্ণনা ঃ বিদ্যালয় মাঠসহ ০.২১ শতক জমি আছে ও শ্রেণীর সংখ্যা ষষ্ঠ থেকে দশম পর্যন্ত কক্ষ সংখ্যা ০৮।
ইতিহাস ঃ সংযুক্ত করা থাকল
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ঃ ৪১৯
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক) ঃ ষষ্ঠ ঃ ৯৪; সপ্তম ঃ ১২৭ ; অষ্ঠম ঃ ১১৫; নবম ঃ ৪৩; দশম ঃ ৪০
পাবলিক পরীক্ষার ফলাফল ঃ জেএসসি
২০১২-৯১% ২০১৩ -৮১% ২০১৪- ৯৬.৩৩%
এসএসসি
২০১২-৮৪% ২০১৩ -৯৬.৮৭% ২০১৪- ৯৬.৪২%
শিক্ষক কর্মচারীর তালিকা ঃ ১৬ জনের ছক সংযুক্ত করা থাকল
বর্তমান পরিচালনার কমিটির তথ্য ঃ ১০জনের ছক সংযুক্ত করা থাকল
বিগত ৫ বছরের সমাপনী ঃ নাই
শিক্ষা বৃত্তি তথ্য ঃ বর্তমানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী নাই
অর্জন ঃ রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ হতে প্রাপ্ত ডিজিটাল কনটেন্ট সমৃদ্ধ শ্রেণীতে পাঠদানার্থে একটি দোয়েল ল্যাপটপ ও প্রজেক্টরসহ ০১টি কম্পিউটার পাওয়া যায়। রাজশাহী সদর আসনের প্রাক্তন সাংসদ মোঃ মিজানুর রহমান মিনুর সহযোগিতায় গত **** ২১ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় টেন্ডারের মাধ্যমে একটি আধুনিক তিনতলা বিশিষ্ট দ্বিতল ভবন নির্মান কাজ সম্পন্ন।
ভবিষ্যৎ পরিকল্পনা ঃ ভবিষ্যতে পরীক্ষার ফলাফল শতভাগে উন্নীত করার লক্ষ্য অর্জনে সচেষ্ট।
যোগাযোগ ঃ ১২১/এ মথুরডাঙ্গা, সপুরা-৬২০৩; থানা- বোয়ালিয়া; জেলা-রাজশাহী
ছবি (মেইনগেট) ঃ সংযোজন করা হইল